সংবাদদাতা, আলিপুরদুয়ার : মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো, এই জেলার বন্ধ চা বাগানের শ্রমিকরা খুব শীঘ্রই পেতে চলেছেন ফাউলাই অনুদান। আর এই অনুদান পাবার লক্ষ্যে বন্ধ বাগানের শ্রমিকরা শনিবার থেকে বাগানের ক্যাম্পে গিয়ে জমা করছেন তাদের আবেদন পত্র। এই অনুদানের আওতায় আলিপুরদুয়ার জেলার মোট পাঁচটি বন্ধ চা বাগানের প্রায় সাত হাজার চা শ্রমিক রয়েছেন। পুজোর মুখে বোনাস সমস্যা নিয়ে এই বাগানগুলো হঠাৎ বন্ধ হয়ে যায়। যার ফলে সমস্যায় পড়েন বহু চা শ্রমিক পরিবার। রাজ্য সরকার বন্ধ চা বাগানগুলো খোলবার বিষয় নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন-জিতে বার্সা দুইয়ে
পাশাপাশি বন্ধ বাগানের শ্রমিকরা যাতে অসুবিধায় না পড়েন সেই কথা চিন্তা করে দ্রুত অনুদান প্রদানের ব্যবস্থাও প্রশাসন করছে। শনিবার থেকে কালচিনি ব্লকের রায়মাটাং দলশিং পাড়া-সহ মোট পাঁচটি বাগানেই শিবির চলছে আবেদনপত্র জমা নেওয়ার। শনিবার ও রবিবার প্রচুর আবেদনপত্র জমা পড়েছে। এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি প্রকাশচিক বরাইক জানান, দুদিনে প্রায় চার হাজার চা শ্রমিক অনুদানের আবেদনপত্র জমা করেছে। বাকি শ্রমিকরাও সময়ের মধ্যেই আবেদন জমা করবেন। আবেদনপত্র জমা হয়ে গেলেই অনুদানের টাকা শ্রমিকদের কাছে পৌঁছে যাবে।
চা শ্রমিকদের জন্য একমাত্র ভেবেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চা সুন্দরী প্রকল্প করেছেন। এরপর বন্ধ বাগান শ্রমিকদের জন্য ফাউলাই। চা বলয়গুলিতে উন্নয়নের জোয়ার এসেছে তাঁর হাত ধরে। এককথায় মুখ্যমন্ত্রীর উদ্যোগেই হাসছে চা-বাগান। ফাউলাইয়ের ঘোষণার পর চা-শ্রমিকেরা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। ইতিমধ্যেই বাগানগুলিতে আবেদনপত্র পূরণের কাজও শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এই কাজে সাহায্য করছেন।