প্রতিবেদন: বাংলার রাজনীতির বর্ণময় চরিত্র ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। ছাত্র রাজনীতি থেকে উত্থান। এরপর সবচেয়ে কম বয়সী বিধায়ক; মন্ত্রী। হয়েছিলেন কলকাতার মেয়র। বাম রাজনীতির একেবারে উল্টো মেরুতে অবস্থান ছিল তাঁর।
আরও পড়ুন-দিলীপকে এবার “অর্ধশিক্ষিত” বলে তোপ দাগলেন তথাগত
কিন্তু বাম রাজনীতিবিদদের সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক ছিল তাঁর সুব্রত মুখোপাধ্যায় প্রয়াণের পর স্মৃতিচারণে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, বঙ্গবাসী কলেজে পড়ার সময় ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ করেন সুব্রত মুখোপাধ্যায়। থাকতেন বজবজে। তাঁর বাবা ছিলেন শিক্ষক। সেই সময় থেকে ওঁনাকে চিনি। প্রবীণ বাম নেতার কথায়, ‘‘যখন মেয়র ছিলেন তখন থেকেই মানুষের সঙ্গে সম্পর্ক রাখতেন।
আরও পড়ুন-আজ যেতে হবে, ফিরব মমতার দলেই
সবার সঙ্গে সম্পর্ক ছিল তাঁর।” সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক ছিল অশোক ভট্টাচার্য, কান্তি গঙ্গোপাধ্যায়, রবীন দেবের মতো বাম নেতাদের। সবারই মুখে সুব্রত মুখোপাধ্যায় ভালো ব্যবহার আর সুসম্পর্ক বজায় রাখার কথা।