রশিয়ার (Ukraine-Russia War) হামলায় এখনও পর্যন্ত ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত হয়েছেন। একথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে কতজন সেনা আহত হয়েছেন তা এখনও জানানো হয়নি। মৃতের সংখ্যা জানানোর পরে রুশ সেনাদের উদ্দেশে জেলেনস্কি জানিয়েছেন এতে রশিয়ার সুবিধা হবে।
আরও পড়ুন- কৃষক বিক্ষোভের মাঝেই একাধিক জেলায় ফিরল ইন্টারনেট পরিষেবা
যুদ্ধ শুরুর পর কোনও দেশই নির্দিষ্ট করে হতাহত সেনার সংখ্যা তেমনভাবে জানায়নি। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট এবার দেশের নিহত সেনার সংখ্যা জানালেন। এর আগে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ইউক্রেনে সহায়তা সরবরাহে বিলম্ব করছে পশ্চিমীরা। এরপরেই নিহত সেনার সংখ্যা জানালেন ভলোদিমির। টানা দু বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেনের (Ukraine-Russia War) যুদ্ধ। মারা গিয়েছে হাজার হাজার মানুষ। আহতও হয়েছেন বহু। তবে এখনও পর্যন্ত যুদ্ধ শেষের কোনও ইঙ্গিত মেলেনি।