সংবাদদাতা, শিলিগুড়ি : বাম আমলের ৩০ বছরের বঞ্চনার অবসান হল সরাসরি মুখমন্ত্রী অর্থাৎ দিদিকে বলোতে অভিযোগ জানিয়ে। শিলিগুড়ি মহকুমার আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের লেলিনপুর শান্তিপুর সাংসদ এলাকার তারিজোতের একটি রাস্তা (Road) ৩০ বছর আগে তৈরি হয়েছিল। কিন্তু কোনদিনও মেরামতি হয়নি। শিলিগুড়ি মহাকুমা পরিষদে তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড আসার পরেই রাস্তা নতুন করে তৈরির উদ্যোগ না হলেও অর্থের সমস্যার কারণে তা করে উঠতে পারেনি গ্রাম পঞ্চায়েত।
আরও পড়ুন-অজিতকে দেখতে হাসপাতালে দেব
তারই যত এলাকায় প্রায় ৯৯% মানুষ তফসিলি জাতির অন্তর্ভুক্ত। দীর্ঘ চেষ্টার পরেও যখন রাস্তা তৈরি হচ্ছিল না তখন ওই এলাকারই বাসিন্দা উদয় মোহন্ত সরাসরি মুখ্যমন্ত্রীকে লিখিত অভিযোগ জানায়। এর পরে দিদিকে বলতে ফোন করে ও ইমেল এর মাধ্যমে জানায়। সাধারণ মানুষের অভিযোগ পেয়ে ব্যাবস্থা নেওয়া হয়। ইতিমধ্যে মুখমন্ত্রীর দফতর থেকে নির্দেশ এসে রাস্তা মাপা হয়েছে। তার পর দীর্ঘ ৭.৫০ মিটার রাস্তার জন্য ২৮ লক্ষ টাকার টেন্ডার হয়। মুখমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। গ্রামবাসী এই রাস্তার সমাধান হওয়ায় খুশি।