‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-বুদ্ধিমান স্লাইম
চন্দ্রোদয়
আমার নেই কোনও লক্ষণরেখা
অথবা মন্থরার দুপুর
নেই কো কোনো কুহ-কুহেলিকা
অথবা মরীচিকা নূপুর।।
হৃদনন্দন বসে দুরন্ত জীবন শুরু
কৈকেয়ী মেঘ ডাকে গুরুগুরু
কালবৈশাখী ঝড়ে ঝর ঝর তরু
চন্দ্র সূর্য গ্রহ তারা মরু।।
চাঁপা ফুলের সুরভিত স্পর্শে
প্রাণ বিতান মাগে বিরাজের বর্ষে
সরষে ক্ষেত্রে হাসে হলুদ সরষে
জুঁই ফুলের ছোঁয়ায় ছন্দ হরযে।।
কেউ কেউ ভাবে সবই নিঃশেষ
তারা জানে না জাগৃতি বিশেষ
গান্ধারী মাগে মন্থরা শেষ
মনে মনে ভাবি গন্ধরাজ বেশ।।
মনুষ্য জীবন দুর্লভ জীবন
আছে দুঃখ, আছে ভরা শ্রাবণ
আস্থা বিশ্বাস হয় বিশ্বাসভাজন
আঁধার পেরিয়ে আসে দুর্লভ সাধন।।
হতাশা নয়, অবিশ্বাস নয়
চাই আনুগত্যের সূর্যোদয়
চন্দ্র সূর্য রবি থাকবে
দেখবে আলোকিত চন্দ্রোদয়।।