প্রতিবেদন : পাকিস্তানের পাঞ্জাব (Pakistan Punjab) প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ (Maryam Nawaz)। এর আগে কোনও মহিলা পাকিস্তানের কোনও প্রদেশের প্রধান নির্বাচিত হননি। মরিয়মের প্রতিক্রিয়া : সারা দেশের মহিলাদের কাছে এটা সম্মানের বিষয়।
আরও পড়ুন-কোভিড ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃত্যু! মামলা অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি)-এর সদস্যরা মুখ্যমন্ত্রী নির্বাচন থেকে সরে দাঁড়ান। এর পরেই অনায়াসে নির্বাচনে জয়ী হন ৫০ বছরের মরিয়ম। তিনি পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সহ-সভাপতি। অতীতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন মরিয়মের বাবা নওয়াজ ও কাকা শাহবাজ শরিফও।