সংবাদদাতা, কাঁকসা : মানুষকে সমস্যায় ফেলা ছাড়া কিছুই করছে না বিজেপি। যতদিন বিজেপি সরকার নাগরিকত্ব ইস্যু তুলবে ততদিন মতুয়া সম্প্রদায়ের মানুষ তার বিরোধিতা করবে বলে কাঁকসা থেকে ফের হুঁশিয়ারি দেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর। বুধবার বিকেলে কাঁকসার আইলাপাড়াতে হরিচাঁদ ঠাকুর এবং জগৎমাতা শান্তি দেবীর মন্দির উদ্বোধন উপলক্ষে মতুয়া সম্প্রদায়ের মানুষদের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যার কথা শুনে তিনি মানুষের পাশে থাকার আশ্বাস দেন। সংবাদমাধ্যমকে তিনি জানান, বিজেপি সরকার সাধারণ মানুষকে কীভাবে সমস্যায় ফেলা যায়, সেই পরিকল্পনা করছে।
আরও পড়ুন-ভয়াবহ ট্রেন দুর্ঘটনা জামতাড়ায়, মৃত ১২, আহত বহু
গত দশ বছর ধরে নথিপত্র জমা দিতে গিয়ে মানুষ বিভ্রান্ত। কীভাবে তারা শান্তিতে বসবাস করবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। তিনি বলেন, বিজেপি সরকার ফের নতুন করে নাগরিকত্ব শুরু হওয়ার কথা ঘোষণা করেছে। ওরা শুধুমাত্র ভাঁওতাবাজি করে ভয় দেখিয়ে চলেছে। কারণ সামনেই লোকসভা নির্বাচন। ফের বিজেপি নতুন করে স্লোগান তুলেছে ‘ভোটটা আমাদের দাও আমরা তোমাদের নাগরিকত্ব দেব’। কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ বিজেপির ভাঁওতাবাজিতে কোনওমতেই পা দেবেন না। তাঁরা আসন্ন লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল মতুয়া সম্প্রদায়ের মানুষদের পাশে রয়েছেন এবং তাঁদের উন্নয়নে কাজ করে চলেছেন। মতুয়াদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বারংবার কেন্দ্রের এই মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছেন।