প্রতিবেদন : আচমকাই নিখোঁজ হয়ে গেলেন ভারতীয় নৌবাহিনীর এক নাবিক। গত ২৭ ফেব্রুয়ারি থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় নৌসেনা। ইতিমধ্যেই তাঁর খোঁজে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি।
আরও পড়ুন-
মুম্বইয়ের সদর দফতর ওয়েস্টার্ন নেভাল কমান্ড জানিয়েছে, নিখোঁজ ওই নাবিকের নাম সাহিল ভার্মা। গত ২৭ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন ভারতীয় নৌবাহিনীর তরুণ নাবিক সাহিল ভার্মা। ইতিমধ্যে, নিখোঁজ নাবিককে খুঁজতে একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে বলে খবর। পাশাপাশি ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, তাঁকে খুঁজতে জাহাজ ও বিমান নিয়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। এছাড়াও ঘটনার তদন্ত শুরু করেছে নৌ-তদন্ত বোর্ড। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটেছে তা এখনও অজ্ঞাত। সূত্রের খবর, ২০২২ সালে নৌবাহিনীতে যোগদান করেছিলেন সাহিল ভার্মা। আচমকাই তাঁর এই নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে আছে সাহিলের পরিবার। ঘটনা প্রসঙ্গে সাহিলের বাবা সুভাষ ভার্মা জানিয়েছেন, গত ২৯ ফেব্রুয়ারি জাহাজের ক্যাপ্টেনের ফোন পেয়ে ছেলের নিখোঁজ হওয়ার খবর জানেন। মা রমা কুমারী সাহিলের নিরাপদে বাড়ি ফেরার অপেক্ষায়। কবে সাহিলের খোঁজ মিলবে সেই দিনের অপেক্ষায় দিন গুনছে তাঁর পরিবার। গোটা ঘটনায় রহস্য দানা বেঁধেছে।