প্রতিবেদন : বিচারপতির আসনে বসে দিনের পর দিন রাজনৈতিক স্বার্থসিদ্ধি করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। কলুষিত করেছেন নিজের পদকে। নির্দিষ্ট রাজনৈতিক দলের বসেদের খুশি করতেই যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও তৃণমূল কংগ্রেসকে অপদস্থ করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন রায় দিয়েছেন, রবিবার সেটা নিজেই প্রমাণ করে দিলেন তিনি। এদিন তিনি নিজেই ঘোষণা করে দিলেন, আগামী মঙ্গলবার তাঁর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। সঙ্গে জানিয়েছেন, একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে নির্বাচনী ময়দানে নামতে চলেছেন। তৃণমূল কংগ্রেস এতদিন ধরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন মামলায় রায় ও রায়-সংক্রান্ত পর্যবেক্ষণে যে নির্দিষ্ট রাজনৈতিক দলের তাঁবেদারির অভিযোগ করেছে, তা এখন জলের মতো পরিষ্কার।
আরও পড়ুন-হঠাৎ নিখোঁজ ভারতীয় নৌসেনার নাবিক! কারণ নিয়ে ধোঁয়াশা
রবিবার নাম না করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক ময়দানে অভিষেকের ঘটনা ও তাঁর মন্তব্য নিয়ে বীরভূমের সভা থেকে তাঁকে তীব্র আক্রমণ করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, বিজেপির সঙ্গে লোক নেই। তাই যাকে পারছে, তাকেই প্রার্থী হওয়ার লোভ দেখাচ্ছে। এখন আবার জজ সাহেবকে বলছে, আমাদের দলে এস। অনেক রায় দিয়েছ, এখন আমাদের কাছে থাকবে। এই অবস্থায় এখনও পর্যন্ত বিরোধী দলের নেতা-নেত্রীদের এ-নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার মতো অবস্থায় দেখা যায়নি। কিন্তু আদালতের চেয়ারে বসে বিচারপতির মুখোশের আড়ালে গঙ্গোপাধ্যায়ের দাঁত-নখ বের করা তৃণমূল-বিরোধী আসল চেহারাটা বেরিয়ে পড়ল।