প্রতিবেদন : ভারতের সঙ্গে তাইওয়ানের সুসম্পর্কে গাত্রদাহ বেজিংয়ের। আর তাতেই প্রচ্ছন্ন হুঁশিয়ারি। এবার চিনা হুঁশিয়ারির পাল্টা জবাব দিল তাইওয়ানও (China- Taiwan)। ভারতীয় এক সংবাদমাধ্যমে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছিলেন তাইওয়ানের বিদেশমন্ত্রী জোশেফ য়ু। তা নিয়ে প্রবল আপত্তি তোলে চিনা দূতাবাস। দাদাগিরির ঢঙে ভারত এবং তাইওয়ানের (China- Taiwan) দিকে আঙুল তোলে শি জিনপিংয়ের দেশ। অভিযোগ তোলে, এই টিভি সাক্ষাৎকারের মাধ্যমে ‘তাইওয়ানের স্বাধীনতা’ নিয়ে মদত দিচ্ছে ভারত। এমনকী ‘ওয়ান চায়না পলিসি’ (এক চিন নীতি) অস্বীকারের অভিযোগ তোলে ভারতের বিরুদ্ধে। বেজিংয়ের বক্তব্য, এই নীতিতে মান্যতা দেয় বলেই তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই ভারতের। এবার চিনের এই আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তাইওয়ানের বিদেশমন্ত্রক। সাফ বলা হল, তাইওয়ান চিনের হাতের পুতুল নয়। ঠিক কী জবাব দিয়েছে তাইওয়ান? চিনের আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব এই দেশের প্রশাসনের বক্তব্য, ভারত এবং তাইওয়ান কেউই পিপলস রিপাবলিক অব চায়নার (চিন) অংশ নয়। তাইওয়ান চিনের হাতের পুতুল নয়। ভারতের মতো তাইওয়ানও গণতান্ত্রিক দেশ এবং মুক্ত সংবাদমাধ্যমে বিশ্বাসী।
আরও পড়ুন- অসুস্থ স্বামী স্মরণানন্দ মহারাজ, আরোগ্য কামনায় মুখ্যমন্ত্রী