প্রতিবেদন : ৬ বা ৭ নয়, বাংলায় এক দফাতেই হোক লোকসভা নির্বাচন। সোমবার জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে দাবি জানাল তৃণমূল কংগ্রেস (TMC- Vote)। আসন্ন লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে সোমবার কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে তৃণমূলের ৩ সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধি দলে ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন। কমিশনের কাছে মূলত তিনটি বিষয়ে অভিযোগ জানান তাঁরা। বৈঠক শেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের কোনও রাজ্যে আধার বাতিল হয়নি। শুধুমাত্র ইচ্ছাকৃতভাবে বাংলায় আধার বাতিল করে মানুষকে ভয় দেখানো হচ্ছে। এর পাশাপাশি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুণ্ডামি নিয়েও কমিশনের কাছে অভিযোগ জানায় তৃণমূল (TMC- Vote)। শ্রীরামপুরের সাংসদ বলেন, সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার বদলে গ্রামে ঢুকে মহিলাদের ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপিকে ভোট দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বাংলায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করছে গদ্দার অধিকারী। বাহিনী কোথায় যাবে, ইডি-সিবিআই কাকে টার্গেট করবে, সেটাও গদ্দারই ঠিক করে দিচ্ছে। রাজ্যে এক দফাতেই ভোট করানোর পক্ষে জোরালো সওয়াল করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কেন এক দফায় ভোট হবে না বাংলায়? কমিশনের কাছে আমরা দাবি জানিয়েছি, দরকারে তিনগুণ কেন্দ্রীয় বাহিনী আসুক, কিন্তু বাংলায় যেন এক দফাতেই ভোট হয়। ৬-৭ দফায় ভোট করিয়ে বিজেপি, ইডি-সিবিআইকে সুবিধা করিয়ে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা যত দফায় বাংলায় আসবেন, তত দফায় ভোট করানো হবে, তা যেন না হয়। তৃণমূলের স্পষ্ট কথা, কমিশন যা বলবে তৃণমূল অবশ্যই তা মেনে চলবে। কিন্তু উল্টোদিকে কমিশনকেও নিরপেক্ষ হতে হবে। বিজেপির এজেন্টের ভূমিকা নিলে চলবে না।
আরও পড়ুন- যেখানে দাঁড়াবেন সেখানেই হারাব, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তোপ কল্যাণের