লোকসভা ভোটের (Loksabha election) ঠিক আগে সরব হলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ (Anant Maharaj)। তিনি বলেন, রাজ্য বিজেপির কেউ তাঁর সঙ্গে যোগাযোগ রাখে না। উত্তরবঙ্গ আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল না হওয়ায় লোকসভা ভোটের আগে রীতিমত ক্ষুব্ধ বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। অনন্ত মহারাজ বলেন, ‘বলে দেওয়া হয়েছে যে কেন্দ্রশাসিত অঞ্চল হবে না। আমি এখন লোককে বলব দিচ্ছে না কেন্দ্রশাসিত অঞ্চল। যাঁরা রাজবংশী মানুষ আছেন, তাঁদের কথাটাই আমি সরকারকে বলেছি। দেখছি তাঁদের কথাটা বলায় আমি অপরাধী হয়ে গিয়েছি। এখন আমিই যদি অপরাধী হয়ে থাকি। কোচবিহারের মানুষের কথা মতোই তো রাজ্যসভার সাংসদ হয়েছি। যদি মানুষ বলেন ছেড়ে দেব।’
আরও পড়ুন-সিপিএমের হার্মাদরা বিজেপির গদ্দার, তীব্র আক্রমণ তৃণমূল সুপ্রিমোর
এই নিয়ে উত্তরবঙ্গের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘আমরা তো আগেই জানি আলাদা রাজ্য হওয়া সম্ভব নয়। তেমনই কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া সম্ভব নয়। ওনাকে সেটা বোঝানোর চেষ্টা করেছি। উনি বোঝেননি। বিজেপির মিথ্যা প্রতিশ্রুতির উপর ভরসা করে উনি এতদিন বলে গিয়েছেন। দেরিতে হলেও অনন্ত মহারাজ বুঝলেন।’