বাড়িতে ইডি-র অভিযানের দুমাসের মধ্যেই পদ্মশিবিরে যোগ দিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তাপস রায়। বাংলার শাসকদল বারবার অভিযোগ করে বিজেপি ওয়াশিং মেশিন। সেখানে গেলে সিবিআইয়ের এফআইআর-এ নাম থাকা নেতারও কোনও শাস্তি পেতে হয় না। অভিযোগ তৃণমূল নেতৃত্বের। বুধবার, তাপস রায়ের বিজেপি-তে যোগদানের পরেই তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Tapas Roy- Abhishek Banerjee)। একইসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতার সামনে তাপস রায়ের নতজানু হয়ে দাঁড়িয়ে থাকা ছবি পোস্ট করে, অভিষেক লেখেন, এটা বিজেপির জমিদারি স্বভাবের প্রকৃষ্ট প্রমাণ।
এদিন সন্ধেয় নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক (Tapas Roy- Abhishek Banerjee) লেখেন, “বিজেপির ‘ওয়াশিং মেশিন’ গল্পটি চলছে। কারণ বাড়িতে ইডি-র হানার দুমাসের মধ্যেই বাংলা-বিরোধী গ্যাং-এ যোগ দিলেন তাপস রায়। এই ছবিটি বাংলার জনগণের কাছে শক্তিশালী প্রমাণ, কেন বিজেপির আচরণকে জমিদার বলে উল্লেখ করা হয়।“
The @BJP4India ’s 'WASHING MACHINE' saga continues as @TapasRoyAITC swiftly joins the ANTI BENGAL Gang within 2 months of the ED raiding his house. This IMAGE is a testament of the BJP's TREATMENT of the people of Bengal, reinforcing why they are often referred to as ZAMINDARS. pic.twitter.com/D1Qjv9ir9T
— Abhishek Banerjee (@abhishekaitc) March 6, 2024
এর আগেও তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়া অভিযুক্ত নেতাদের শাস্তি বা বিচার না হওয়ায় গেরুয়া শিবিরকে ‘ওয়াশিং মেশিন’ বলে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রকাশ্য সভায় বিজেপি লেখা প্রতীকি ওয়াশিং মেশিনে একদিক থেকে কালো কালো কাপড় ঢুকিয়ে ওপর দিক থেকে সাদা কাপড় বের করে প্রবল কটাক্ষ করেন। এদিন তাপস রায়ে বিজেপিতে যোগদানকেও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই ‘ওয়াশিং মেশিন’ প্রসঙ্গ তুলে আক্রমণ করলেন।