প্রতিবেদন : লাগাতার প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে সুন্দরবন (Sundarbans)। রাজ্যের ভূ ও জীববৈচিত্র্যর পীঠস্থান এই ম্যানগ্রোভ অরণ্যকে রক্ষা করতে এবার চার হাজার কোটি টাকার বেশি অঙ্কের প্রকল্প গ্রহণ করল রাজ্য সরকার। বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহায়তায় ওই প্রকল্প হাতে নেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নারী শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ শশী পাঁজা বলেন, প্রতিবছর নিয়ম করে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির সম্মুখীন হতে হয় সুন্দরবন (Sundarbans) এলাকাকে। আর ক্ষতি হয় জমির। সেই সমস্যা মোকাবিলা করতে এসএইচওআরই বা শোর নামে একটি প্রকল্প হাতে নিচ্ছে রাজ্য সরকার। বিশ্বব্যাঙ্কের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্প চলবে। প্রকল্পের মোট অর্থ মূল্য ৪,১০০ কোটি টাকা। ৭০:৩০ শতাংশ শেয়ারে বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে যৌথভাবে এই কাজ রাজ্য সরকার করবে। ওই প্রকল্প নিয়ে মন্ত্রী বলেন, ওখানকার ৩৯টি দ্বীপে প্রথম কাজ করা হবে। প্রথম দফায় সুন্দরবন এলাকার ৫০ শতাংশ বাঁধ মেরামতির কাজ শুরু করা হবে। পাশাপাশি ইকো ট্যুরিজম-সহ এলাকায় একাধিক উন্ননয়মূলক কাজ করা হবে। এইসব প্রকল্প রূপায়ণে যাঁরা ক্ষতির সম্মুখীন হবেন তাঁদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেবে রাজ্য।