প্রতিবেদন : একাদশ-দ্বাদশ শ্রেণিতে সেমেস্টার (Semester) পদ্ধতি চালু করার ইঙ্গিত আগেই দিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবার সেই ভাবনাই বাস্তবায়িত হতে চলেছে। একাদশ শ্রেণির ক্ষেত্রে চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৪-২৫ সাল থেকেই শুরু হবে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা। বুধবার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্কুল শিক্ষা দফতর সংসদের সেমেস্টার চালু করার প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে। যারা এবারে মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হবে, তাদের সেমেস্টার পদ্ধতিতেই দিতে হবে পরীক্ষা। অপর দিকে দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ২০২৫-২৬ সাল থেকে শুরু হবে এই নিয়ম।
আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকে বছরে ২টি করে পরীক্ষা নেওয়া হবে। সেমেস্টার (Semester) নিয়ম চালু হলে একাদশ শ্রেণিতে দুটো এবং দ্বাদশ শ্রেণিতে দুটো সেমেস্টারে পরীক্ষা হবে। সেক্ষেত্রে, দুই ক্লাসের জন্য কীভাবে সিলেবাস ভাগ করা হবে সেই বিষয় নিয়ে পর্যায়ক্রমে জানাবে সংসদ। পাশাপাশি, সিলেবাস ভাগ হয়ে গেলে মডেল প্রশ্নপত্র, ক্লাসের সময় সীমা এবং নম্বর বিভাজন কীভাবে হবে সেই বিষয়টি ঠিক করেও সংসদকে জমা দিতে হবে। উদাহরণ স্বরূপ বলা যায়, যে বিষয়গুলোর প্র্যাকটিক্যাল রয়েছে সেগুলোতে ৭০ নম্বরের থিওরি হয়, বাকি ৩০ নম্বর হয় প্র্যাকটিক্যাল। এবার সেমেস্টার চালু হলে এই ৭০ নম্বরই ভেঙে দেওয়া হবে। প্রথম সেমিস্টারে ৩৫ নম্বরের হবে এমসিকিউ এবং পরের সেমেস্টার হবে বাকি ৩৫ নম্বরের। সেক্ষেত্রে থাকবে ছোট প্রশ্ন। এরপর দুই সেমেস্টারের নম্বরের ভিত্তিতেই হবে পরীক্ষার্থীর চূড়ান্ত মূল্যায়ন।
আরও পড়ুন- সূর্যতোরণ: উত্তমকুমারের স্বপ্নপূরণ করে দিলেন মুখ্যমন্ত্রী