প্রতিবেদন : লকেটদিদির দেখা নেই, তাই এবার ভোট নেই। লোকসভায় হুগলির বিজেপি প্রার্থীকে নিয়ে এই ভাষাতেই পোস্টার পড়ল পান্ডুয়ার খন্যান কলেজ সংলগ্ন এলাকায়। গত পাঁচ বছর ধরে এই কেন্দ্রের সাংসদ বিজেপির লকেট চট্টোপাধ্যায়। এবারও ওই কেন্দ্র থেকে তাঁকেই প্রার্থী করেছে বিজেপি (BJP Clash)। কিন্তু বিজেপির জেলা নেতৃত্বের অন্দরেই তাঁকে নিয়ে চলছে চূড়ান্ত গোষ্ঠীকোন্দল (BJP Clash)। এবার ওই কেন্দ্রে প্রার্থী হিসেবে লকেটের নাম ঘোষণা হওয়ার পরও বিজেপির অন্দরে বিবাদের শেষ নেই। চুঁচুড়ায় তাঁর দলের নিচুতলার কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে। এবার খন্যানে লকেটকে ভোট না দেওয়ার দাবি জানিয়ে পড়ল পোস্টার। স্থানীয় বাসিন্দারা জানান, সাংসদ হিসেবে লকেট চট্টোপাধ্যায়কে তাঁর সংসদীয় কেন্দ্রে প্রায় দেখাই পাওয়া যায় না। তবে নির্বাচন এলেই পরিযায়ী পাখির মতো ভোট চাইতে চলে আসেন তিনি। শ্রীরামপুর সাংগঠনিক জেলা সম্পাদক অসিত চট্টোপাধ্যায় বলেন, যাঁরা এই পোস্টার লাগিয়েছেন তাঁদের সঙ্গে আমি সহমত। লকেট চট্টোপাধ্যায়ের দেখা পাওয়া যায় না এখানে। এটা সম্পূর্ণভাবে বিজেপির গোষ্ঠীকোন্দলের ফল।
আরও পড়ুন- কোর্টের অনুষ্ঠানে পূজার্চনা বন্ধ করে মাথা নত করুন সংবিধানের কাছে