প্রতিবেদন : হলদিয়া মেঘনাদ সাহা পলিটেকনিক কলেজের গেটে জনগর্জন সভার প্রচারে মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের (TMCP) তরফে ফ্লেক্স ও ব্যানার লাগানো হয়েছিল। কিন্তু বুধবার সেই ফ্লেক্স ও ব্যানার একটা ডাস্টবিনের মধ্যে পাওয়া যায়। প্রিন্সিপালের বক্তব্য, কলেজে তৃণমূল ছাত্র পরিষদ করা যাবে না। তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) রাজ্য সম্পাদক ও পলিটেকনিক সেলের দায়িত্বপ্রাপ্ত তন্ময় ঘোষ বলেন, এই ধরনের ঘটনা বেশকিছু পলিটেকনিক কলেজে ঘটছে এবং পলিটেকনিকের ডাইরেক্টরের কাছে একাধিকবার লিখিত অভিযোগ করা হয়েছে। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, ছাত্র সংসদ নির্বাচন স্থগিত থাকার অর্থ এটা নয় যে কেউ টিএমসিপি করতে পারবে না। যারা ভাবছে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা ছিঁড়ে দিয়ে, ভয় দেখিয়ে আমাদের আটকাতে পারবে তারা ভুল ভাবছে আমরা এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।
আরও পড়ুন- কৃষক আন্দোলন রুখতে ফের দমননীতি বিজেপির