‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-অপপ্রচারের ১০ জবাব তৃণমূলের, নারীশক্তিকে অপমান করে বিজেপি, অপরাধীদের সুরক্ষা দেওয়াই ওদের কাজ
জঙ্গল মহানন্দা
তরাই-ডুয়ার্স ঘিরে
চলেছে জঙ্গলের সমাবেশ
মহানন্দার জঙ্গল ধরে
চলেছে অরণ্য আবেশ।
মহানদী, পুণ্ডিং, সুকনা,
কোকলাব, কুহি
যোগীঝোরা
গোলা-চাওয়া-আন্ধেরী
লোয়ার চম্পাসারি
বাদর ঝোরা।
আপার চম্পাসারি
পঞ্চসই সিলিভিটা
রুয়েম,
ইষ্টিসেবক, গোদলপুর,
রংডং
চামটা, লোয়ার ঘোড়ামারা
নর্থসেবক, সমরডাঙা,
গুলমা,
গুলমাভ্যালি, হাতিসার,
লালটং,
বতলালুকা, সিঙ্গিমারি
ওয়েস্ট সেবক, চোকলা
লাটপাঞ্চার,
ঝিলাইকুড়ি সহ আরো
কতকত জঙ্গল,
জঙ্গল মহানন্দা উপহার।