প্রতিবেদন : প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) ভূমিকার তীব্র সমালোচনা করলেন এসএলএসটি আন্দোলনকারীরা। অভিজিৎ সম্প্রতি আন্দোলনকারীদের দালাল বলেছেন। আরও বলেছেন যে, ধরনামঞ্চ চালানোর কোনও যৌক্তিকতা নেই। আন্দোলনকারীদের তরফে শহিদুল্লা এবং অভিষেক সেন এসবের তীব্র প্রতিবাদ করে বলেন, ‘উনি কাঁচা রাজনীতিবিদের মতো আচরণ করছেন।’ আন্দোলনকারীরা সবিস্তারে পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, ‘এসএসসি যখন তাঁর এজলাসে প্রস্তাব পাঠিয়ে করণীয় জানতে চেয়েছিল, তখনই যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার নির্দেশ দিয়ে জট খুলে দিতে পারতেন বিচারপতি অভিজিৎ। তা না করে বিষয়টি সিবিআই তদন্তের জন্য নির্দেশ দিয়ে নতুনদের চাকরির দরজা বন্ধ করে দিয়েছিলেন তিনি। চাকরিপ্রার্থীদের হয়রানি এবং যন্ত্রণার জন্য শিক্ষাদফতরের প্রাক্তন কিছু কর্তার পাশাপাশি অভিজিৎকেও (Abhijit Gangopadhyay) দায়ী করেন যন্ত্রণাক্লিষ্ট চাকরিপ্রার্থীরা। তাঁরা এও বলেন, আমাদের মঞ্চে বারবার বিরোধী নেতারা এসেছেন। আমরা তাঁদের বলেছি রাজনীতি করবেন না। পারলে সরকারের সঙ্গে আলোচনার ব্যবস্থা করে দিন। যখন মিডিয়া আসত তখন তাঁরা আমাদের মঞ্চে এসে টিফিন খাওয়াতেন। এখন মিডিয়া আসে না তাঁরাও আসেন না।’ এদিকে ঠিক হয়েছে আগামী সোমবার এই জট খোলার পরবর্তী চেষ্টায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তাঁদের প্রতিনিধি দলের বৈঠক হবে। তাতে থাকবেন শিক্ষাসচিব এবং এসএসসির চেয়ারম্যানও। আন্দোলনকারীরা কুণাল ঘোষকে থাকতে অনুরোধ করেছেন।