প্রতিবেদন : গোটা দেশে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে নেতৃত্ব দিচ্ছেন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই লক্ষ্যে শুক্রবার আরও একধাপ এগিয়ে গেল বাংলা। ৮ মার্চ আন্তর্জাতিক নারীদিবসে পথচলা শুরু করল দেশের প্রথম একশো শতাংশ মহিলা পরিচালিত দুটি বিদ্যুৎ সাব-স্টেশন। এদিন সাব-স্টেশন দুটির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। এ-ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু বসু ও বিদ্যুৎ বণ্টন ও সংবহন সংস্থার শীর্ষস্থানীয় কর্তারা। যে দুটি সাব স্টেশনের উদ্বোধন হল তার একটি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংবহন নিগমের সল্টলেক ১৩২ কেভি জিআই সাব-স্টেশন এবং অন্যটি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের রাজারহাট নিউ টাউনের এলিটা গার্ডেন ভিস্তা ৩৩ কেভি সাব-স্টেশন।
আরও পড়ুন- জট ছাড়াতে সোমবার বৈঠক করবেন শিক্ষামন্ত্রী, সঙ্গে শিক্ষাসচিবও
সল্টলেক জিআই সাব-স্টেশন থেকে সল্টলেকের সেক্টর ১, সেক্টর ২, সেক্টর ৩, সল্টলেক স্টেডিয়াম-সহ মেট্রো রেলের ইস্ট-ওয়েস্ট রুটে উন্নতমানের বিদ্যুৎ সরবরাহ করা হবে। একইসঙ্গে সল্টলেক স্টেডিয়ামের ১৩২ কেভি জিআই সাব-স্টেশনটিও রিমোট অটোমেশনের মাধ্যমে এই সাব-স্টেশন থেকেই পরিচালনা করা হবে। এলিটা গার্ডেন ভিস্তা সাব-স্টেশন থেকে প্রায় ২০০০ গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করা যাবে। এই সাব-স্টেশনটি চালু হওয়ায় রাজারহাট নিউ টাউনের বিস্তীর্ণ এলাকায় আরও সুষ্ঠুভাবে বিদ্যুৎ বণ্টন করা যাবে। একই সঙ্গে ভবিষ্যতে গ্রাহকদের অতিরিক্ত চাহিদাও সহজে মেটানো যাবে।
এই দুটি সাব-স্টেশনের প্রথমটিতে থাকছেন ২৬ জন এবং দ্বিতীয়টিতে থাকছেন ৮ জন কর্মী। যাঁরা সবাই মহিলা। ইন-চার্জ, কর্মী, টেকনিক্যাল অপারেটর, নিরাপত্তার যাবতীয় দায়িত্ব ২৪*৭ রয়েছে ওই মহিলা কর্মীদের ওপরই।
সাব-স্টেশন দুটির উদ্বোধন করে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) বলেন, ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী দ্বারা পরিচালিত আমাদের রাজ্যই মহিলাদের ক্ষমতায়নে এই অভূতপূর্ব নিদর্শন তৈরি করল। এই ঘটনা সামাজিক ক্ষেত্রেও ভবিষ্যতের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।