প্রতিবেদন : ভোটের মুখে মোদির গ্যাস-নাটকের (Gas Price) আসল রহস্যটা ফাঁস করে দিল তৃণমূল। বুঝিয়ে দিল রান্নার গ্যাস নিয়ে আসলে সস্তার রাজনৈতিক চমক সৃষ্টি করতে চাইছে বিজেপি। বিভ্রান্ত করছে মহিলাদের। তৃণমূলের রাজ্যসভার সাংসদ জাতীয় মুখপাত্র সাকেত গোখেল প্রশ্ন তুলেছেন, গত ৭ মাস ধরে কী করছিলেন মোদি? এতদিন গ্যাসের দাম কমাননি কেন? আসলে তাঁর ‘নারী শক্তি’ নির্বাচনী প্রচারের মধ্যেই সীমাবদ্ধ। নিজের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে বিশেষ সুবিধে নিতেই বিশেষ বিশেষ দিনে মহিলাদের কথা ভেবে উদ্বিগ্ন হয়ে ওঠেন মোদি। প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের শ্লেষাত্মক মন্তব্য, ১ হাজার টাকা দাম বাড়িয়ে দেওয়ার পর মাত্র ১০০ টাকা কমানো, এটা কি কোনও কাজের কথা? আবার নারীদিবসের কথা বলেন কোন মুখে? উত্তরপ্রদেশ, হাথরস, প্রয়াগরাজ, উন্নাও, গুজরাট, বিলকিস বানু, অসম, ত্রিপুরা, মণিপুরে নারী নির্যাতন এবং মহিলাদের অসম্মানের ঘটনার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। তাঁর স্পষ্ট কথা, ১০০ টাকা দাম কমানো একটা সস্তার রাজনীতি। ওরা ক্ষমতায় ফিরলে তিনগুণ দাম আবার বাড়িয়ে দেবে। কিন্তু বিকল্প সরকার এলে, তৃণমূল যদি নীতি নির্ধারণের জায়গায় থাকে তাহলে ৫০০ টাকা কমিয়ে দেবে গ্যাসের দাম (Gas Price)।
আরও পড়ুন- রাজ্যসভায় বিশিষ্ট লেখিকা সুধা মূর্তি, মনোনয়ন রাষ্ট্রপতির