প্রতিবেদন : উত্তরবঙ্গে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনেক বড় বড় কথা বললেন, কিন্তু উত্তরবঙ্গ উপেক্ষিতই রয়ে গেল। বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের কাজ থমকেই রইল। প্রধানমন্ত্রী শিলিগুড়িতে সভা করলেন শনিবার। বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ আশায় ছিলেন, হয়ত ভার্চুয়ালি এই বিমানবন্দরের শিলান্যাস করবেন। কিন্তু তাঁর শিলান্যাসের তালিকায় বাগডোগরা বিমানবন্দরের নামই ছিল না। ছিল বারাণসী, কাদপা, হুব্বালি এবং বেলগাবি।
আরও পড়ুন-মোদিরাজ্যে দিনে ছ’জন ধ.র্ষিতা হন! আতঙ্কের সরকারি রিপোর্ট
বাগডোগরা বিমানবন্দরের সিনিয়ার ম্যানেজার সুভাষচন্দ্র বসাক জানান, শিলান্যাস নিয়ে তাঁদের কাছে কোনও চিঠি আসেনি। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, কাজের সূচনা করার বিষয়ে নাকি কিছু টেকনিকাল জটিলতা রয়েছে। সে কারণে শিলান্যাসের অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হয়েছে। ৩০০ কোটি টাকায় বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণ করে অত্যাধুনিক বিমানবন্দর গড়ার পরিকল্পনা নেওয়া হয়। রাজ্য সরকার পুরোপুরি সহায়তা করে। জমি অধিগ্রহণ, টেন্ডার ইত্যাদি প্রক্রিয়া ইতিমধ্যে শেষ। কাজ শুরু করাটাই বাকি। কিন্তু কেন্দ্রীয় ঔদাসীন্যে কবে তা হবে কেউ জানে না।