প্রতিবেদন : শহর কলকাতার নিকাশি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা। ওয়ার্ড ভিত্তিক নিকাশিপথ পরিষ্কার রাখতে এবার আরও ১১০টি পাওয়ার বাকেট মেশিন কিনছে পুরসভার নিকাশি বিভাগ। সম্প্রতি পুরসভার মেয়র পারিষদের বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। অনুমতি পাওয়ার পরই এই নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন-চলতি বছরে ঋণের অঙ্ক ১ লক্ষ ৩৭ হাজার কোটি টাকা, ক্ষুদ্রশিল্পে বিপুল কর্মসংস্থান রাজ্যে
নিকাশি বিভাগ সূত্রে খবর, বর্তমানে পুরসভার কাছে ৫২টি পাওয়ার বাকেট মেশিন রয়েছে। এবার আরও ১১০টি নতুন মেশিন এলে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে মেশিন দেওয়া হবে। বাকি মেশিনগুলি স্ট্যান্ড বাই-তে থাকবে। নতুন মেশিন কিনতে মোট ১০ কোটি টাকা খরচ হবে। এই নিয়ে নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং বলেন, প্রতিটি ওয়ার্ডের কাছে এই মেশিন থাকলে ওয়ার্ডগুলি নিজেরাই প্রয়োজন মতো আবর্জনা ও পলি তুলে নিকাশিনালা সাফ রাখতে পারবে।