প্রতিবেদন : একেই বলে রথ দেখা ও কলা বেচা। শিবরাত্রির অনুষ্ঠানে অংশ নিলেন, একই সঙ্গে লোকসভা ভোটের প্রচারও শুরু করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। লোকসভা ভোটে দলের ফল যাতে ভাল হয় শিবকে পুজো দিয়ে সেই প্রার্থনাও জানালেন। দিনহাটা সংহতি ময়দানে তাঁরই উদ্যোগে মহাকাল পুজো ও ১০ দিনের মেলা হচ্ছে।
আরও পড়ুন-বদলে যাওয়া মোহনবাগানকে থামানোর পরীক্ষা ইস্টবেঙ্গলের
শনিবার দুপুরে শোভাযাত্রা সহকারে আদাবাড়িঘাট থেকে জল নিয়ে আসা হয়। সেই শোভাযাত্রায় পা মেলান মন্ত্রী। শুধু পা মেলানোই নয় প্রচারের ঢাকের পাশাপাশি আসল ঢাকও বাজালেন। যদিও উদয়ন বললেন, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। দিনহাটায় প্রচুর শিবভক্ত রয়েছে, তাই এই পুজোর আয়োজন করা হয়েছে। তবে পুজোর মাধ্যমে জনসংযোগ তো হয়ই। মুখ্যমন্ত্রী উৎসবে, পরবে সবাইকে নিয়ে শরিক হতে বলেন। তাই এই উদ্যোগ। তিনি দিনহাটার মহাকাল পুজোয় সবসময়ই থাকবেন।