প্রতিবেদন : বিজেপিশাসিত রাজ্যগুলি কেন্দ্রের থেকে বেশি টাকা পায়। আজ সোমবার, বিশ্ব বাংলা শারদসম্মান অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী বলেন, “নিজেরা যে রাজ্যে ক্ষমতায় আছে, সেখানে হাজার-হাজার কোটি টাকা দিচ্ছে। আর আমাদের দেয় না। টিকাই দেয় না আর টাকা! বড় ফটফট করে”। এরপরই মুখ্যমন্ত্রী জানান, “আমরা লিটার পিছু ডিজেলে এক টাকা ছাড় দিই। আমি কোথায় পাব? তা সত্ত্বেও করি।”
আরও পড়ুন : ‘তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার ছিল’, বিধানসভায় সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে শোক প্রস্তাবে বললেন স্পিকার
এরপরই মুখ্যমন্ত্রী রাজ্যের কল্যাণমূলক প্রকল্পে খতিয়ান তুলে ধরেন। জানান, রাজ্যে প্রচুর সামাজিক প্রকল্প আছে। সিলিকন ভ্যালি ২.০ তৈরি হচ্ছে। তবে, পেট্রোল, ডিজেলে, গ্যাসের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের টাকা আটকে গিয়েছে। মমতা জানান, “চার লাখ কোটি টাকা তুলেছে শুধুমাত্র গ্যাস, পেট্রোল এবং ডিজেল থেকে। আজকে ডিজেল না থাকলে জিনিসপত্রের দাম তো বাড়বেই। কৃষকরা চাষ করবেন কোথা থেকে? ডিজেল দিয়ে তো চাষ করবে।” তবে, পেট্রোল-ডিজেলের দাম কমানো নিয়ে কোনও করেনি মুখ্যমন্ত্রী।