সংবাদদাতা, হুগলি : বাংলার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতির ময়দানে এবার ‘দিদি নম্বর ওয়ান’। কিছুদিন আগেই নন ফিকশন শো দিদি নম্বর ওয়ান-এ গিয়ে তাক লাগিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার উলটপুরাণ। মুখ্যমন্ত্রীর ভরসায় হুগলি লোকসভা কেন্দ্র থেকে লড়বেন রচনা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী আরেক চলচ্চিত্র তারকা তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। অর্থাৎ টক্করে অভিনেত্রী বনাম অভিনেত্রী। এক সময়ের সহকর্মী এখন প্রতিপক্ষ।
আরও পড়ুন-পূর্ব বর্ধমানে এবার নতুন মুখ মনোরোগ বিশেষজ্ঞ শর্মিলা
রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে নাম ঘোষণার পরেই রচনার নামে দেওয়াল লিখন শুরু হয়ে যায়। রচনার হয়ে দেওয়াল লিখলেন হুগলি জেলা মহিলা তৃণমূল সভানেত্রী শিল্পী চট্টোপাধ্যায়। রচনার নাম ঘোষণার পরেই খুশির হাওয়া তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে। বিজেপির লকেট গত ভোটে জেতার পর থেকেই তাঁকে এলাকায় তেমনভাবে দেখা যায়নি বলে অভিযোগ সাধারণ মানুষের। পঞ্চায়েত ভোটের প্রচারে এসে ক্ষোভের মুখেও পড়তে হয়েছিল লকেটকে। এছাড়াও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে। লকেট নিজের নাম নিজেই ঘোষণার পর দলের কর্মীরা ক্ষোভপ্রকাশ করেন। তাই তাঁর বিরুদ্ধে হেভিওয়েট রচনাকে তৃণমূল প্রার্থী করায় অনেকটা ব্যাকফুটে পদ্মশিবির। রচনা বলেন, রাজ্যের দিদি মুখ্যমন্ত্রী তাঁর উপর ভরসা করেছেন। তিনি এই ভরসার দাম দেবেন। অভিনয় থেকে নতুন পথে সাফল্য নিয়েও যথেষ্ট আশাবাদী।