প্রতিবেদন : ত্রিপুরার পুরভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সোমা দাশের বাড়িতে হামলার প্রতিবাদ করল ত্রিপুরা তৃণমূল কংগ্রেস। টুইট করে এর নিন্দা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসও।
ত্রিপুরা তৃণমূল কংগ্রেস জানিয়েছে, ‘ত্রিপুরায় যে কোনও আইনশৃঙ্খলা নেই তার প্রমাণ দীপাবলীর রাতে আমাদের প্রার্থীর বাড়িতে বিজেপির গুন্ডাদের হামলা। এরা এতটাই খারাপ যে সোমা দাশের সন্তানকেও ছাড়েনি। তার উপরেও হামলা চালায় তারা।” সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ করে টুইট করেছে , ”
আরও পড়ুন : পেট্রোপণ্যের দাম বৃদ্ধি, বিজেপিশাসিত রাজ্যগুলিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
জাতীয় মানবাধিকার কমিশন এর বেলা চুপ কেন? বিজেপি শাসিত রাজ্যে এটাই কী বিরোধীদের ভবিতব্য? সোমা দাশ মনোনয়ন জমা দেওয়ার পরেই ওঁর উপর জঘন্য হামলা চালায় বিজেপির গুন্ডারা। ধিক্কার জানাই বিপ্লব দেবের সরকারের প্রতি।”
এদিকে গোয়া তৃণমূল কংগ্রেস সোচ্চার হয়েছে নারী স্বাধীনতা নিয়ে। গোয়া তৃণমূল টুইট করে বলেছে, “গোয়ায় প্রতি ২৭ জন বিধায়কে মাত্র একজন মহিলা বিধায়ক। এরা আবার কেন্দ্রে নারীর উন্নতির জন্য কোটি কোটি টাকা খরচের কথা বলে। দ্বিচারিতার সীমা ছাড়িয়ে গিয়েছে নরেন্দ্র মোদির সরকার।”