প্রয়াত প্রযোজক (producer) ধীরজ লাল শাহ (Dhiraj Lal Shah)। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ধীরাজলালের ভাই হাসমুখ প্রযোজকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মুম্বইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শাহ-এর ভাই জানান, ‘কোভিড সেরে ওঠেন, এরপরই তাঁর ফুসফুসে সমস্যা দেখা দিয়েছিল। গত ২০ দিনে স্বাস্থ্যের অবনতি হয়েছিল। তাঁকে আইসিইউতে ভর্তি করতে হয়েছিল। কিডনি এবং হার্ট প্রভাবিত হয়েছিল, যার ফলে বহু অর্গ্যান ফেইলিওর হয়’।
আরও পড়ুন-সিএএ মানছি না, প্রাণ থাকতে এনআরসি হতে দেব না: মমতা বন্দ্যোপাধ্যায়
প্রসঙ্গত, অক্ষয় কুমারের ‘খিলাড়ি’র সমস্ত হিট সিনেমাগুলি প্রযোজনা করেছেন ধীরজ লাল শাহ। অজয় দেবগনের ‘বিজয়পথ’ও প্রযোজনা করেছিলেন। সানি দেওল, প্রীতি জিন্টা এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত অনিল শর্মার ‘দ্য হিরো: লাভ স্টোরি অফ এ স্পাই’ও প্রযোজনা করেছেন এই প্রযোজক। তিনি বেশ ভালো প্রযোজকই নন, খুব ভালো মানুষ ছিলেন বলেই শিল্পীমহলের বক্তব্য। তিনি একটি জগৎ তৈরি করেছিলেন যা বিপ্লব সৃষ্টি করেছিল। প্রযোজক হরিশ সুখন্দ বলেছেন ধীরাজলাল, ‘শাহেনশাহের ভিডিয়ো স্বত্ব কিনেছিলেন যার পরে তাঁর জীবন বদলে যায় এবং তিনি ভিডিয়ো রাজা হয়ে ওঠেন। প্রায় সমস্ত সিনেমার স্বত্ব তাঁর ছিল’।