প্রতিবেদন : রাজ্যের তাঁত ও খাদি শিল্পীদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার চলতি বছরের জন্য নতুন আর্থিক পরিকল্পনা ঘোষণা করেছে। প্রাথমিক তাঁত শিল্প সমবায়গুলোকে ঋণমুক্ত করা এবং রাজ্যের বিভিন্ন জেলায় থাকা সমবায় ব্যাঙ্কে এই সমস্ত তাঁত সমবায়ের বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলোকে পুনরায় চালু করার উদ্দেশ্যে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে রাজ্যের ক্ষুদ্র শিল্প ও বস্ত্র দফতরের তরফে জানানো হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের বহু তাঁত সমবায় ব্যাঙ্ক ঋণ যথাসময়ে শোধ না করতে পারায় তাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে।
আরও পড়ুন-১৪ দিন বয়সে ছ’বার হার্ট অ্যাটাক, মায়ের কোলে ফিরিয়ে দিল পিজি
নতুন পরিকল্পনার আওতায় রাজ্য সরকার মূল ঋণের পুরোটা এবং সুদের অঙ্কের ২৫ শতাংশ মিটিয়ে দেবে। সুদের বাকি ৭৫ শতাংশ মকুব করবে সংশ্লিষ্ট সমবায় ব্যাঙ্ক। দাঁত সমবায় এবং খাদি সংগঠনগুলির আয়তন ও ব্যবসার পরিমাণের উপর নির্ভর করে তাদের এককালীন এক লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত অর্থসাহায্য দেওয়া হবে। পাশাপাশি এই পরিকল্পনার আওতায় তাঁত ও খাদি শিল্পী, সমবায় ও খাদি সংগঠনগুলিকে ভরতুকি মূল্যে সুতোও সরবরাহ করা হবে। তন্তুজের মাধ্যমে তাদের চাহিদা অনুযায়ী পরিমাণমতো সুতো বিক্রয়মূল্যের ৫ শতাংশ কম দামে সরবরাহ করা হবে। এছাড়া সুতোর পরিবহণ খরচের ওপর পাঁচ শতাংশ এবং রাজ্য সরকারের তরফে মোট দামের ওপরে আরও দশ শতাংশ ছাড় পাওয়া যাবে বলে জানা গিয়েছে।