‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-চাপের মুখে পদত্যাগে বাধ্য হলেন হরিয়ানার গেরুয়া মুখ্যমন্ত্রী খট্টর
ভাবছে
কেউ কেউ সত্যি ভালোবেসে হেসে
ভাবছে ভবিষ্যৎ কী হবে
কেউ বা আবার হঠাৎ
গজিয়ে গজিয়ে চিবোচ্ছে
ভাবছে কী হচ্ছে কী হচ্ছে?
এগোচ্ছে-পিছোচ্ছে
ভাবছে শুধু ভাবছে।।
কেউ কেউ আবার ধৃতরাষ্ট্রের ভূমিকায়
জ্ঞানদাতার কথা বিলোচ্ছে
মনে হচ্ছে এটাই ইচ্ছে
ইচ্ছাপূরণ যেন ঘামছে
আর ঘামাচিগুলো
ঘামছে জ্ঞানদাতাদের
সারা শরীরে।।
চুলকোচ্ছে, জ্বালাজ্বালা?
হ্যাঁ তাও করছে
কেন করছে কারণ
ঘামাচি ওদের ভাবাচ্ছে
যেন কাল কালরাত্রির
শেষ মশারির তলায়
একটা মশা একেবারে
নিশ্চিন্তে ঘুমোচ্ছে।।