দুলাল সিংহ, বালুরঘাট: লোকসভার প্রচারে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, তৃণমূলের প্রচারের সৌজন্যে সারাবছর কাজ ঢাকিদের। বালুরঘাটে নির্বাচনী প্রচার কাজে এবার ঢাকিদের কাজে লাগানোর প্রবণতা দেখা গেল তৃণমূল কংগ্রেসের। ১০ মার্চ জনগর্জন সভা থেকে রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী-তালিকা প্রকাশ হতেই বালুরঘাট শহর জুড়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন৷ দেওয়াল লিখনের সময় বাজছে ঢাক।
আরও পড়ুন-সামনে কেরল, ক্লান্তিই চিন্তা হাবাসের
মঙ্গলবার বালুরঘাটের ১৬ নং ওয়ার্ডের বিবেকানন্দ পল্লি এলাকাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র-র সমর্থনে দেওয়াল লিখনের সময়েও দেখা গেল একই চিত্র। পেশায় ঢাক বাদক বালুরঘাটের খিদিরপুর এলাকার বাসিন্দা শম্ভু নট্ট জানিয়েছেন, প্রার্থীর প্রচারে দেওয়াল লিখনের সময় ঢাক বাজানোর জন্য একধিক বায়না পাচ্ছি, এমন চাহিদা থাকলে আমাদের মতো ঢাকিদের সুদিন আসবে। বালুরঘাটের ১৬ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিজিৎ সাহা বলেন ঢাক বাঙালিদের কাছে একটি শুভ বাদ্য, আমরা সবসময় চাই সমাজের সর্বস্তরের মানুষরা যাতে উপার্জন করতে পারে, যে ভাবনা থেকে ঢাকিদের যাতে বাড়তি উপার্জন হয় সেই কারণে আমরা নির্বাচনী প্রচারে ঢাক ব্যবহার করছি। তিনি এও বলেন, প্রচারে ঢাকের ব্যবহারে আনন্দিত স্থানীয় বাসিন্দারাও।