শিলিগুড়ির (Siliguri) সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay) জানান, বাবুনের সঙ্গে আর তাঁর বা তাঁর পরিবারের কোনও সম্পর্ক নেই। হাওড়া সদর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে না পেরে বাবুন যা বিরূপ মনভাব দেখিয়েছেন তাতে গোটা বন্দ্যোপাধ্যায় পরিবার রীতিমত ক্ষুব্ধ। বুধবার এই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি যে দিন থেকে দল করি, কোটি কোটি মানুষের সঙ্গে কাজ করি। আমার পরিবার বলে কিছু নেই। মা মাটি মানুষই আমার পরিবার। আমাদের পরিবারে রক্তের সম্পর্কে ৩২ জন সদস্য। কেউ এ রকম নয়। এতে সবাই ক্ষুব্ধ। আমি সরাসরি বলছি, যারা বেশি বড় হয়ে যায়, তাদের লোভও বেড়ে যায়। ওকে পরিবারের সদস্য বলেই আমি মনে করি না। সব সম্পর্ক ছেদ।’
আরও পড়ুন-ভোটের মুখে লকেটের বিরুদ্ধে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা
শুধু তাই নয় বাবুনের অনেক কাজ নিয়েই তিনি বেশ কিকিছুদিন ধরেই বেশ অসন্তুষ্ট সেই কাটাব বলেন। তিনি বলেন, ‘ওর অনেক কাজই আমি অনেক দিন ধরে পছন্দ করি না। কিন্তু সব কথা তো বাইরে বলা যায় না। আজ বলছি। যে যেখানে খুশি যেতে পারে। স্বাধীন ভাবে ভোটে দাঁড়াতে পারে। তবে হাওড়া সদরে তৃণমূলের প্রার্থী, জোড়াফুলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ই। অন্য কেউ নয়।’
আরও পড়ুন-ধূপের কারখানায় বিধ্বংসী আগুন
প্রসঙ্গত, বাবুন বন্দ্যোপাধ্যায় এক পরিচিতের চিকিৎসার জন্য দিল্লিতে যান। সেখানে গিয়ে দেখা করবেন অলিম্পিক্স সংস্থার প্রাক্তন সহ-সভাপতি নরেন্দ্র বাত্রার সঙ্গে। যিনি বিজেপির ঘনিষ্ঠ। যদিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে বাবুন বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও বার্তা দেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছেন, তাঁর বিজেপিতে যাওয়া গুজব।