প্রতিবেদন : লোকসভা নির্বাচনে মেঘালয়ে একাই লড়বে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস। তুরা লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভূমিপুত্র জেনিথ সাংমা। জেনিথ মেঘালয়ের তৃণমূলের রাজ্য সভাপতি মুকুল সাংমার ভাই। তুরায় ৩ বার বিধায়কও নির্বাচিত হয়েছিলেন তিনি। ছিলেন মন্ত্রিসভাতেও। সেই কারণেই পাহাড়ি এই অঞ্চলের সমস্ত খুঁটিনাটি একেবারে নখদর্পণে মুকুল সাংমার ভাইয়ের।
আরও পড়ুন-কমিশনার নিয়োগ মামলা সুপ্রিম কোর্টে
তাই জেনিথ সাংমাকে তফসিলি জাতির জন্য সংরক্ষিত তুরায় প্রার্থী করার সিদ্ধান্ত নিঃসন্দেহে তৃণমূলকে লড়াইয়ের ময়দানে এগিয়ে দিল অনেকটাই। নির্বাচনী লড়াইয়ে দারুণ কাজ দেবে জেনিথের অভিজ্ঞতা। সেইসঙ্গে ধাক্কা খেল কংগ্রেসও। কারণ জোটের ব্যাপারে আলোচনা অনেকটা এগিয়ে যাওয়ার পরেও কংগ্রেসের নেতিবাচক ভূমিকার ফলেই তা শেষপর্যন্ত বাস্তবের রূপ নেয়নি। আসলে তৃণমূলের জনপ্রিয়তার মুখে নিজেদের অস্তিত্ব হারানোর ভয়েই পিছিয়ে যায় তারা। মেঘালয়ের শিলং এবং তুরা দুটি লোকসভা আসন রয়েছে।