প্রতিবেদন : রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতায় এবার রাজ্যের সরকারি ও সরকার পোষিত উচ্চমাধ্যমিক স্কুল ও হাইমাদ্রাসার একাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব বা স্মার্ট ফোন কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এই মর্মে রাজ্যের উচ্চশিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করল। একইসঙ্গে এবার দ্বাদশ শ্রেণিতে ওঠা পড়ুয়াদেরও ট্যাব কেনার টাকা দেওয়া হবে। তবে আগামী বছর থেকে শুধুমাত্র একাদশের পড়ুয়াদেরই এই টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন-নিহতের ভবানীপুরের বাড়িতে সিপিকে নিয়ে মুখ্যমন্ত্রী, ব্যবসায়ী খুনের কিনারা ২৪ ঘণ্টায়
এতদিন দ্বাদশ শ্রেণিতে ট্যাব কেনার টাকা মেলায় তা পড়ুয়াদের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে তেমন কাজে লাগছে না বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসে। সে কারণেই মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেন, এবার থেকে একাদশেই এই টাকা দেওয়া শুরু হবে। তাই শেষ ব্যাচ হিসেবে এ বছর দ্বাদশের পড়ুয়ারা টাকা পাচ্ছেন। এর জন্য ২০২৪-২৫ অর্থবর্ষের রাজ্য বাজেটে ৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের হাতে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের হাত ধরে ট্যাব তুলে দিয়েছিলেন। সেই সময়ে বাংলার প্রায় ১০ লক্ষ পড়ুয়ার হাতে প্রায় ১০০০ কোটি টাকা তুলে দেওয়ার কাজের শুভ সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। তার আগে বিগত ৩ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২৭ লক্ষ পড়ুয়ার হাতে ১০ হাজার টাকা করে তুলে দিয়েছিল এই প্রকল্পের মাধ্যমে ট্যাবলেট কম্পিউটার বা স্মার্ট ফোন কেনার জন্য। জানুয়ারি মাসে ৯.৭৭ লক্ষ পড়ুয়াকে ১০ হাজার টাকা করে দেওয়ার জন্য রাজ্য সরকারের খরচ হয়েছিল ৯৭৭ কোটি টাকা।