মঙ্গলবার রাতে ঘাটালের (Ghatal) দাসপুরে একটি ধূপের কারখানায় আগুন লাগে। সেই আগুন এখনো সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুনে কারখানার ভিতরের সমস্ত জিনিসপত্র পুড়ে গিয়েছে। বৃহস্পতিবার সেই কারখানায় গেলেন ঘাটালের সাংসদ দেব (Dev Adhikari)। মাটিতে বসে এদিন তিনি কারখানার শ্রমিকদের অভাব-অভিযোগের কথা শুনলেন।
আরও পড়ুন-যাবজ্জীবন জেল হল মুখতার আনসারির
দেবকে দেখে শ্রমিকরা এগিয়ে যান। তাঁরা সাংসদের কাছে নিজেদের সমস্যার কথা জানায়। কারখানার উল্টোদিকে একটি মাঠে গিয়ে মাটিতে বসে সাংসদ অভিনেতা সকলের কথা শোনেন। উল্লেখ্য, দাসপুরের রসিকগঞ্জের ধূপ কারখানায় অন্তত দু’হাজার শ্রমিক কাজ করেন। বুধবার রাত্রি দু’টো নাগাদ পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) দাসপুরের রসিকগঞ্জে ধূপকাঠির কারখানায় ভয়াবহ আগুন লাগে। নিমেষের মধ্যে জ্বলে যায় গোটা কারখানা। আগুনের কালো ধোঁয়া গ্রাস করে পুরো এলাকা। দমকলের ছ’টি ইঞ্জিন আগুন নেভাতে পারে না। পাঁচটি মোটর পাম্প আনা হয়। পাম্প দিয়ে পুকুরের জল তুলে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে পুকুরের জল শেষ হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
আরও পড়ুন-পাঁচতলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ২ শিশু ও দম্পতি
এদিন দেব নিজের সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে পোস্ট করে জানান তিনি সকলের পাশে আছেন। আর তারপরেই সেখানে পৌঁছে জানান, ‘যখন থেকে আমি এই আগুন লাগার খবর পেয়েছি, দিদির সঙ্গে যোগাযোগে ছিলাম। কী ভাবে আগুন লাগল, তার তদন্ত করা হবে। কারখানা যাতে দ্রুত শুরু হতে পারে, তা নিশ্চিত করতে প্রশাসন চেষ্টা চালাচ্ছে। যত দিন না কারখানা চালানো যাচ্ছে, ছ’মাস পর্যন্ত এই কারখানার শ্রমিকদের মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে। মার্চ মাস থেকেই এই নিয়ম চালু হবে।’