প্রতিবেদন : ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের (KKR) শিবির জমজমাট। শনিবার সকালে শহরে আসেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। বিকেলে ইডেনে দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়েন দুই ক্যারিবিয়ান তারকা। নাইটদের হার্টথ্রব রিঙ্কু সিংয়ের সঙ্গেই নেট সেশনে যাবতীয় আকর্ষণ কেড়ে নেন দ্রে রাস। পরিচিত মেজাজে বোলারদের উড়িয়ে বড় শট খেলেন ক্যারিবিয়ান মাসলম্যান। বুঝিয়ে দিলেন, আইপিএলে ঝড় তোলার জন্য তৈরি।
শনিবার প্রায় পৌনে তিন ঘণ্টার প্র্যাকটিসে ফিল্ডিং, বোলিং, ব্যাটিং, ফিজিক্যাল ট্রেনিং সবই হল। নারিনের সঙ্গে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর গৌতম গম্ভীর দীর্ঘক্ষণ কথা বলেন। নাইট সংসারে গম্ভীরের চ্যাম্পিয়ন টিমের অন্যতম সদস্য ছিলেন নারিন ও রাসেল। দু’জনকে ফের পুরনো ছন্দে দেখতে চান নাইট মেন্টর। এদিন রাতেই শহরে পৌঁছলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। কেকেআর ম্যানেজমেন্ট সূত্রের খবর, শ্রেয়স ফিট। চোট সমস্যা নেই। প্রথম ম্যাচ থেকেই অধিনায়ককে পাবে দল। রবিবার রাতে শহরে চলে আসছেন দলের তারকা পেসার তথা আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।
আরও পড়ুন- কৃষ্ণের হয়ে প্রচারে পথে মোটরবাইকে নারীশক্তি
নাইটদের (KKR) জন্য স্বস্তির খবর, এবার প্রথম ম্যাচ থেকেই পুরো দলকে পাওয়া যাবে। নতুন মরশুমে রিঙ্কু, নারিনদের প্রথম ম্যাচ ২৩ মার্চ ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। শুরুতেই স্টার্ক বনাম প্যাট কামিন্স দ্বৈরথ। সোনালি অতীত ফেরানোর মিশনে ক্রিকেটারদের পেপ টক দিয়ে চাঙ্গা করার চেষ্টা করছেন গম্ভীর। টিমে সিনিয়র, জুনিয়র, ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটার বলে কোনও ভেদাভেদ থাকবে না বলে পরিষ্কার করে দিয়েছেন নাইট মেন্টর। শুক্রবার প্রথম দিন অনুশীলন শুরুর আগেই মাঠে দাঁড়িয়ে গম্ভীর তাঁর ছেলেদের বলেন, ‘‘তোমরা সকলে সফল এক ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করছ। নিজেদের সেভাবেই প্রস্তুত করো। আমরা মরশুম শুরু করে দিয়েছি। মানসিক, শারীরিকভাবে এবং দক্ষতার দিক থেকে যাই হোক না কেন, তোমরা সেরাটা তুলে ধরার চেষ্টা করবে। যারা আমার সঙ্গে খেলেছে তারা জানে, আমি সকলকে স্বাধীনতা দেওয়ায় বিশ্বাসী। সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। টিমের প্রত্যেকের সঙ্গে সমান আচরণ করা হবে। এখানে সিনিয়র, জুনিয়র, ঘরোয়া, আন্তর্জাতিক ক্রিকেটারের ভেদাভেদ থাকবে না। আমাদের একটাই মিশন, সেটা হল আইপিএল জেতা। সকলকে সেই পথে হাঁটতে হবে। ২৬ মে আমরা যেন সেই জায়গায় পৌঁছতে পারি। যদি লক্ষ্যে অবিচল থাকি, লড়াই করি সাফল্য আসবেই।’’