প্রতিবেদন : ১৮ বছরের নিচে অর্থাৎ অপ্রাপ্তবয়স্কদের রাজনৈতিক দলগুলি তাদের প্রচারের কাজে ব্যবহার করতে পারবে না। শনিবার এমনটাই জানিয়ে দিলেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। একইসঙ্গে ভোট প্রচারের সময় ভাষাগত দিক থেকেও সংযত থাকতে হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। এদিন আরিজ আফতাব জানান, ৭ দফার ভোটে কোনওভাবেই অশান্তির ঘটনা বরদাস্ত করা হবে না। পাশাপাশি, জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশমতোই কাজ করবে রাজ্য নির্বাচন কমিশন। যখন যেখানে যেমন অভিযোগ আসবে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত পর্যবেক্ষণ চালানো হচ্ছে। জাতীয় নির্বাচনের (Election Commission) গাইডলাইন মেনেই কাজ করা হবে। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ৯২০ কোম্পানি মোতায়েনের কথা বলা হয়েছে। ইতিমধ্যেই ১৫০ কোম্পানি এসে পৌঁছেছে। এর মধ্যেই আরও ৫০ কোম্পানি আসার কথা। এদিকে শনিবার থেকেই লাগু হয়ে যাচ্ছে নির্বাচনী আচরণবিধি। এবার আগামী দিনে এই আধাসেনার কাজ কী হবে, কোথাও কোনও সমস্যা হলে কীভাবে কাজ করতে হবে এই নিয়ে আগামী সোমবার জেলাশাসক ও নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসবেন আরিজ আফতাব।
আরও পড়ুন-মেজাজে রাসেল, বার্তা গম্ভীরের