প্রতিবেদন : লোকসভা নির্বাচনের মুখে আপাতত স্বস্তি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। শনিবার আবগারি দুর্নীতি মামলায় আপ-সুপ্রিমোর আগাম জামিনের আবেদন মঞ্জুর করল রাউস অ্যাভিনিউ আদালত। ৮ বার সমন এড়িয়ে যাওয়ার পরে এদিন সকালেই কিন্তু আদালতে সশরীরে উপস্থিত হয়েছিলেন কেজরি। দিনকয়েক আগেই রাউস অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে নালিশ জানিয়েছিল ইডি। এরপরই আপ প্রধান জানিয়েছিলেন, শনিবারই তিনি আদালতে হাজির হবেন। সেইমতোই শনিবার সকাল সকাল আদালতের উপস্থিত হন কেজরিওয়াল। লক্ষণীয়, আবগারি মামলায় শুক্রবার তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী, কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা তথা ভারত রাষ্ট্র সমিতির বিধান পরিষদ সদস্য কে কবিতাকে গ্রেফতার করে হায়দরাবাদ থেকে দিল্লিতে আনা হয়েছে। আর সে কারণেই আর দেরি না করে এবার আদালতের দ্বারস্থ হন কেজরি।
আরও পড়ুন-সমান কাজ করানো হলে স্থায়ী করতে হবে চুক্তিভিত্তিক কর্মীকেও
এই প্রথম নয়, এর আগেও কেজরির বিরুদ্ধে একই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। কিন্তু বারবারই কেজরি এড়িয়ে গিয়েছেন সমন। তাঁর যুক্তি, সিবিআই-ইডি আসলে বিজেপির শাখা সংগঠন। বারবার ইডির সমন এড়ানোর পরেই দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে গত ৩ ফেব্রুয়ারি আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতে হাজির হয়ে জবাবদিহি করার নির্দেশ দেওয়া হয় আপের প্রধানকে।