প্রতিবেদন : পোশাক বিতর্কে মহারাষ্ট্রের বিজেপি (BJP) সরকার। স্কুলে শিক্ষিকারা কেমন পোশাক পরতে পারবেন সেই নিয়ে ফতোয়া জারি করল সেই রাজ্যের সরকার। বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, শিক্ষক-শিক্ষিকারা জিনসের প্যান্ট এবং টি-শার্ট পরে স্কুলে যেতে পারবেন না।
আরও পড়ুন-আগাম জামিন পেলেন কেজরি
গাইডলাইনে জানানো হয়েছে, জমকালো পোশাক পরা যাবে না। মূলত শিক্ষাঙ্গনের পরিবেশ এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে পড়ুয়াদের সম্পর্কের কথা ভেবেই এই গাইডলাইন তৈরি করা হয়েছে। যাতে শিক্ষক-শিক্ষিকাদের দেখে পড়ুয়াদের পোশাক সম্পর্কে ভাল রুচি তৈরি হয়। এদিকে এই বিজ্ঞপ্তি জারি হতেই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে শিক্ষক মহলে। তাঁদের কথায়, শিক্ষক-শিক্ষিকাদের পোশাক নিয়ে রাজ্যের কোথাও কোনও ধরনের আপত্তি বিতর্ক তৈরি হয়নি। তাহলে এই ধরনের বিজ্ঞপ্তি জারি করার মানে কী? শিক্ষক মহলের মতে, এই ধরনের হুলিয়া জারি করা মানে শিক্ষিকাদের রুচি নিয়েই প্রশ্ন তোলা, তাঁদের অপমান করা। এ যেন তালিবানি ফতোয়া। গেরুয়া সরকারের অবশ্য সাফাই, তবে এই নিয়ে শুধু মাত্র গাইডলাইন প্রকাশ করা হয়েছে।