সংবাদদাতা, জঙ্গিপুর : লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পর প্রথম রবিবার ছুটির দিনের সুযোগ নিয়ে তৃণমূল প্রার্থীরা মুর্শিদাবাদ জেলাতে চুটিয়ে নির্বাচনী প্রচার সারলেন। এখনও এই জেলার বাম-কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা হয়নি। একাই ভোটের ময়দান দাপিয়ে বেড়াল তৃণমূল। আগামী কয়েক দিনের মধ্যে জেলার নির্বাচনী প্রচার আরও গতি পাবে বলে তৃণমূল নেতৃত্বের দাবি। রাজ্যের অন্যতম নজরকাড়া লোকসভা কেন্দ্র বহরমপুরে এবার তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন জাতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে।
আরও পড়ুন-বাতিল শতাধিক ট্রেন, হেনস্তার শিকার যাত্রীরা
তৃণমূল সূত্রের খবর, আগামী ১৯ বা ২০ তারিখ তিনি জেলায় এসে নির্বাচনী প্রচার শুরু করবেন। তার আগেই যাবতীয় প্রস্তুতি সেরে রাখছেন জেলার শীর্ষ তৃণমূল নেতারা। শনিবার রাতে মুর্শিদাবাদ এসে দলের নেতৃত্বের সঙ্গে কর্মিসভা করেছেন জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফিরহাদ হাকিম। রবিবার দুপুরেও তিনি এক প্রস্থ বৈঠক করে জেলা নেতৃত্বকে নির্বাচনের প্রচার কৌশল সম্পর্কে পরামর্শ দেন। অন্যদিকে মালদা (দক্ষিণ) লোকসভা কেন্দ্রের অন্তর্গত মুর্শিদাবাদের ফরাক্কা ও সামশেরগঞ্জের দুই তৃণমূল বিধায়ক এবং মালদার বিধায়ক এবং নেতৃত্বকে নিয়ে মালদা রথবাড়ি কলেজ অডিটোরিয়ামে পৃথক বৈঠক করেন ফিরহাদ হাকিম। ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন, এলাকার প্রতিটি অঞ্চলে দলের কর্মীরা প্রার্থী শাহনওয়াজ রাইহানের সমর্থনে দেওয়াল লিখছেন। ইতিমধ্যে অঞ্চলভিত্তিক নির্বাচন কমিটিও গড়েছি। জোরকদমে নির্বাচনী প্রচার শুরু হয়েছে।’ পাশাপাশি সাগরদিঘিতে দেওয়াল লিখন এবং নবগ্রামে এসসি-এসটি সেলের কর্মীদের সঙ্গে প্রচার সারলেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান।