প্রতিবেদন : চলতি বছরের শুরু থেকেই আমেরিকায় একাধিক ভারতীয় পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় দূতাবাসও। আবার সেরকম একটি ঘটনা সামনে এল। জো বাইডেনের দেশে এক ভারতীয় পড়ুয়ার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। সূত্রের খবর, মৃত ওই পড়ুয়ার নাম পারুচুরি অভিজিৎ (২০)।
আরও পড়ুন-তৈরি অঞ্চলভিত্তিক নির্বাচন কমিটি জোরকদমে প্রচারে ব্যস্ত তৃণমূল
আমেরিকার বস্টনের এক জঙ্গলে গাড়ির ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তবে ঠিক কী কারণে তাঁকে খুন করা হল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সূত্রের খবর, সম্প্রতি আমেরিকার বস্টন বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন অন্ধ্রপ্রদেশের গুন্টুরের বাসিন্দা অভিজিৎ। ছেলের মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ অভিজিতের পরিবার। তাঁর বাবা পারুচুরি চক্রধর জানিয়েছেন, ছেলে বিদেশে লেখাপড়া করতে গেলেও একেবারেই সায় ছিল না মায়ের। শেষমেশ সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই ওই পড়ুয়াকে বিদেশে পাঠাতে রাজি হয় পরিবার। কিন্তু আচমকা ছেলের এমন পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার পরিবারে। তবে অভিজিতের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও পুলিশের প্রাথমিক অনুমান, পড়ুয়ার থেকে টাকা ও ল্যাপটপ ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাঁকে খুন করতে পারে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। পাশাপাশি কলেজের কারও সঙ্গে টাকাপয়সা নিয়ে কোনও সমস্যা হয়েছিল কি না তাও খতিয়ে দেখার কাজ শুরু করেছেন তদন্তকারীরা।
আরও পড়ুন-বাতিল শতাধিক ট্রেন, হেনস্তার শিকার যাত্রীরা
ইতিমধ্যে অভিজিতের দেহ ভারতে পাঠানোর তোড়জোড় শুরু করেছে আমেরিকা প্রশাসন। তবে এমন কাণ্ড এই প্রথম নয়, গত কয়েক মাসে প্রায় ৮ ভারতীয় পড়ুয়াকে খুন করার অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি অমরনাথ ঘোষ নামে ওয়াশিংটনে এক ভারতীয় নৃত্যশিল্পীকে খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তারমধ্যেই অন্ধ্রপ্রদেশের অভিজিতের মৃত্যুর ঘটনায় সরগরম আমেরিকা।