প্রতিবেদন : ভিনগ্রহে প্রাণের সন্ধান কি মিলতে পারে? এ-নিয়ে কৌতূহলের শেষ নেই। ভিনগ্রহী প্রাণী বা ইউএফও নিয়ে দীর্ঘদিন গবেষণা চালাচ্ছে পেন্টাগন। প্রথম দিকে বিষয়টা গোপন থাকলেও, এখন তা কারও অজানা নয়। এবার সেই ইউএফও নিয়েই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে আনল পেন্টাগন।
আরও পড়ুন-ক্রীড়ামন্ত্রীকে জার্সি উপহার
মার্কিন প্রতিরক্ষা দফতরের উচ্চপদস্থ কর্তারা জানিয়েছেন, তাঁরা গবেষণা করে দেখেছেন, এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যে ভিনগ্রহীরা পৃথিবীতে বা পৃথিবীর কাছাকাছি এসেছে। এই বক্তব্যের পাশাপাশি পেন্টাগনের একটি প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পর থেকে মার্কিন সরকারের তদন্তে বহির্জাগতিক প্রযুক্তির কোনও প্রমাণ মেলেনি। আর সেকারণেই পেন্টাগন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বেশিরভাগ দর্শনেই সাধারণ বস্তু এবং ঘটনাকে ভুল শনাক্ত করা হয়েছে। পেন্টাগনের ২০২২ সালের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এলিয়েনরা পৃথিবীতে এসেছে এমন কোনও প্রমাণ তাঁদের কাছে নেই। ২০২৩ জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইনের অধীনে এক বিজ্ঞপ্তিতে এমন কথা জানানো হয়েছে। পাশাপাশি প্রতিবেদনের সারাংশে জানানো হয়েছে, একাধিক গবেষণা হলেও এখনও কোনও ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব মেলেনি।