সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা : লোকসভা নির্বাচনের আগে বনগাঁর বিজেপি সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনলেন ওই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। ইছামতী নদী সংস্কারের টাকা আত্মসাৎ করেছেন বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সোমবার নির্বাচনী কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী।
আরও পড়ুন-কোনও এলিয়েন পৃথিবীতে আসেনি, ইউএফও নিয়ে পেন্টাগনের রিপোর্ট
শান্তনু ঠাকুরকে তোপ দেগে তিনি বলেন, স্বরূপনগরের নিকটবর্তী ইছামতী নদী সংস্কারের জন্য কেন্দ্রের পক্ষ থেকে যে টাকা বরাদ্দ করা হয়েছিল, সাংসদ তা আত্মসাৎ করেছেন। ৫০ লক্ষের বেশি টাকার কোনও হিসেব দিতে পারবেন না শান্তনু। সাধারণ মানুষের উদ্দেশ্যে বিশ্বজিৎবাবু বলেন, আপনারা সাংসদকে প্রশ্ন করুন, তাঁর সাংসদ তহবিলের টাকায় এলাকার কী কী উন্নয়ন কীভাবে করেছেন? সেই টাকা কোথায় ব্যবহার করেছে? নাকি কোথাও গচ্ছিত রেখেছেন? এদিন বিশ্বজিৎ বলেন, ইছামতী নদী সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকার ১০০ কোটি টাকা মঞ্জুর করেছিল। কিন্তু একটি ড্রেজিং মেশিন দিয়ে ১০ দিনে কাজ করেই সেই কাজ শেষ হয়ে যায়।