গুলির লড়াইয়ে নিকেশ চার মাওবাদী

ছক ছিল নির্বাচন বানচালের৷ তেলেঙ্গানা থেকে মহারাষ্ট্রে ঢুকে নাশকতার পরিকল্পনা করেছিল তারা৷ খবর পেয়ে চ্যালেঞ্জ করে যৌথবাহিনী

Must read

প্রতিবেদন : ছক ছিল নির্বাচন বানচালের৷ তেলেঙ্গানা থেকে মহারাষ্ট্রে ঢুকে নাশকতার পরিকল্পনা করেছিল তারা৷ খবর পেয়ে চ্যালেঞ্জ করে যৌথবাহিনী৷ গুলির লড়াইয়ে প্রাণ হারায় চার মাওবাদী৷ মহারাষ্ট্র–তেলেঙ্গানা সীমান্তের গড়চিরলি এলাকায় ঘটনাটি ঘটে৷

আরও পড়ুন-বন্যপ্রাণ নিধন ঠেকাতে মরিয়া বন দফতর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের মধ্যে দু’জনের মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৩৬ লক্ষ টাকা৷ নিহতরা সকলেই তেলেঙ্গানা স্টেট কমিটি অফ মাওয়িস্ট দলের সদস্য৷ প্রাণহিতা নদী পার হয়ে তারা গোপনে নাশকতার পরিকল্পনা করছে বলে সোমবার খবর পায় পুলিশ৷ শুরু হয় চিরুনি তল্লাশি৷ মাওবাদীদের ঘিরে ফেলা হলে তারা গুলি চালায়৷ পাল্টা গুলি চালায় যৌথবাহিনী৷ নিহত চারজনরই পরিচয় জানা গিয়েছে৷ উদ্ধার করা হয়েছে একে ৪৭–সহ বেশকিছু আগ্নেয়াস্ত্র৷

Latest article