সংবাদদাতা, দুর্গাপুর : লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে দুর্গাপুরে ইস্পাত নগরীর বিধানভবনে তৃণমূল কংগ্রেসের এক কর্মিসম্মেলন হল, বৃহস্পতিবার বিকেলে। আসন্ন লোকসভাকে পাখির চোখ করে আগামী দিনে তৃণমূলের লড়াইয়ের কী রূপরেখা হবে, সেই নিয়ে দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাস।
আরও পড়ুন-বহরমপুর সাদরে বরণ করে নিল ইউসুফকে
উপস্থিত ছিলেন আরেক মন্ত্রী প্রদীপ মজুমদার, ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, পুর প্রতিনিধিরা ও জেলার শীর্ষ নেতৃত্ব। বেশ কয়েকদিন আগে দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিম বর্ধমান জেলার পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে মন্ত্রী অরূপকে। তারপর এই প্রথম তিনি দুর্গাপুরে এলেন। দলের ভেতরে আরও ভাল সমন্বয় গড়ে তুলতে এবং দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে লোকসভা নির্বাচনে লড়ার বার্তা দেওয়ার জন্যই অরূপ এদিন বৈঠক করেন।