সংবাদদাতা, কোচবিহার : এলাকা জুড়ে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ। রীতিমতো গুন্ডামি করছে। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে এই অভিযোগ রাজ্যপালের কাছে জানিয়েছেন তৃণমূল কর্মীরা। মঙ্গলবার রাত থেকেই নিশীথ প্রামাণিকের প্ররোচনায় উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা। হামলা চালানো হয় মন্ত্রী উদয়ন গুহের ওপর। বুধবার রাজ্যপাল যান ঘটনাস্থলে। তাঁর কাছেও এই সন্ত্রাসের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। কিন্তু তার পরেও থামেনি কেন্দ্রীয়মন্ত্রী নিশীথ প্রামাণিকের অসভ্যতামি।
আরও পড়ুন-গার্ডেনরিচে আটকে ১, উদ্ধারকাজ চালিয়ে যাওয়ার নির্দেশ মেয়রের
বৃহস্পতিবার ফের মন্ত্রী গুহকে ভোট প্রচারে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির বাধা এড়িয়ে ভোট প্রচারে ব্যাপক সাড়া পেল তৃণমূল কংগ্রেস৷ বৃহস্পতিবার দিনহাটার ভেটাগুড়িতে গিয়েছিলেন উদয়ন গুহ। তিনি এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এলাকার প্রবীণদের সামনে তুলে ধরেন রাজ্য সরকারের উন্নয়নের কথা। তখনই উদয়ন গুহকে নির্বাচনী প্রচারে বাধা দিয়ে বিজেপি কর্মীরা বাঁশ-লাঠি হাতে অশান্তি পাকানোর চেষ্টা করলে পরে দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায়। বিজেপি কর্মীদের এলাকা থেকে সড়িয়ে দেয় পুলিশ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, বিজেপি হেরে যাবে বুঝে এভাবে গুন্ডামি করছে। তিনি ভেটাগুড়ি এলাকায় প্রচারে সাড়া তুললে বিজেপি বাধা দেওয়ার চেষ্টা করেছিল৷ এ ধরনের রাজনীতির জবাব ভোটবাক্সে দেবেন সাধারণ মানুষ।