স্টাফ রিপোর্টার : এমবিবিএস ডিগ্রি পাওয়া অ্যালোপ্যাথি চিকিৎসকদের সমহারে বেতন ও আর্থিক সুযোগ-সুবিধা দিতে হবে এবার আয়ুশ চিকিৎসকদেরও। রাষ্ট্রীয় বালস্বাস্থ্য কার্যক্রমে কর্মরত আয়ুশ চিকিৎসকদের আবেদনে সাড়া দিয়ে এই রায় দিল কলকাতা হাইকোর্ট। এরফলে অ্যালোপ্যাথি চিকিৎসকদের থেকে আর আলাদাভাবে দেখা যাবে না আয়ুর্বেদ, হোমিওপ্যাথি ও ইউনানি চিকিৎসকদের। এই নির্দেশ কার্যকর করার জন্য রাজ্যের স্বাস্থ্য দফতরকে চার মাস সময় দিয়েছে আদালত।
আরও পড়ুন-ফের গুন্ডামি নিশীথের, উদয়নের প্রচারে বাধা
ন্যাশনাল হেলথ মিশনের অধীনে ২০১৩-তে আরবিএসকে কর্মসূচি চালু হয় দেশে। তখন এই কর্মসূচির মেডিক্যাল অফিসার (এমও) পদে এমবিবিএস পাশ (অ্যালোপ্যাথি) এমও-দের পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নেওয়া হয় আয়ুশের অধীন বিএএমএস (আয়ুর্বেদ), বিএইচএমএস (হোমিওপ্যাথি), বিইউএমএস (ইউনানি) চিকিৎসকদের। সংখ্যায় বেশি ছিলেন আয়ুর্বেদ চিকিৎসকরাই। কিন্তু অ্যালােপ্যাথি এমও-দের বেতন মাসিক ৪০ হাজার টাকা হলেও আয়ুশ এমও-দের মাসিক বেতন ছিল মাত্র ২৫ হাজার টাকা। এই রায়ে খুশি আয়ুশ চিকিৎসকরা।