প্রতিবেদন : বিজেপি আইনজীবীদের গাজোয়ারিতে নষ্ট হচ্ছে কলকাতা হাইকোর্টের পবিত্রতা। দেশের প্রাচীনতম হাইকোর্টে আইনজীবীদের একাংশের জন্য আদালতের গরিমা নষ্ট হচ্ছে। শুক্রবার এই প্রসঙ্গে বিজেপি আইনজীবীদের ধুয়ে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T. S. Sivagnanam)। বিজেপির আইনজীবী সংগঠনের উপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আইনজীবীরা ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। আদালতের মধ্যে কোনওরকম রাজনৈতিক মিটিং কেন হবে? আদালতের পবিত্রতা বজায় রাখুন। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিজেপি আইনজীবী সংগঠনের একদল আইনজীবী কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের দফতরে গিয়ে হুজ্জতি করেন। কর্মীদের হুমকিও দেন— কোর্টরুমের ভিতরেই মিটিং করতে দিতে হবে তাঁদের।
এই ঘটনা শোনার পরই শুক্রবার এজলাসে বসে ক্ষোভ উগরে দেন প্রধান বিচারপতি শিবজ্ঞানম (T. S. Sivagnanam)। জানান, আমি খবর পেয়েছি বুধবারও আদালতের মধ্যে রাজনৈতিক মিটিং করার জন্য প্রায় ৪০ জন আইনজীবী জড়ো হয়েছিলেন। কিন্তু কোর্টরুমের ভিতরে রাজনৈতিক মিটিং কেন হবে? যেকোনও জায়গায় মিটিং-মিছিল করতে পারেন, কিন্তু কোর্টরুমের ভিতরে নয়। আদালতের পবিত্রতা বজায় রাখুন। বিজেপি আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করে প্রধান বিচারপতি বলেন, এই ধরনের ঘটনা ক্ষমার অযোগ্য। কেউ কীভাবে কর্মীদের হুমকি দিতে পারেন? আদালতেই যদি কেউ নিরাপদ বোধ না করেন, তাহলে তাঁরা কোথায় যাবেন? বিচারপতি শিবজ্ঞানম শুক্রবার আরও বলেন, ওই আইনজীবীদের মধ্যে দুজন অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক ছিলেন। আইনজীবী রাজেশ সাহা ও ফাল্গুনী বন্দ্যোপাধ্যায়। আজ রাতের মধ্যে বাকি যাঁরা যাঁরা ছিলেন, সবার নাম চাই আমি। দরকার পড়লে বিষয়টি বৃহত্তর বেঞ্চে পাঠাব। কলকাতা হাইকোর্টের মধ্যে বিজেপি আইনজীবীদের দাদাগিরি রুখতে শুক্রবার থেকেই প্রতিদিন সন্ধ্যা ৬টার পর কোর্টরুম বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি শিবজ্ঞানম।
আরও পড়ুন- সিএএ জুমলা! কলকাতার যুবকের মৃত্যু নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ অভিষেকের