সংবাদদাতা, নদিয়া : ফলন্ত গমে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিলে লক্ষাধিক টাকার ক্ষতি হল কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়া কানাইপুরের কৃষকের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, টুঙ্গি মৌজায় ২৫ কাঠা জমিতে চুক্তিভিত্তিক ভাগ চাষ করে থাকেন সুকেশ বিশ্বাস। তিনি শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে সন্তানস্নেহে ফসল উৎপাদন করেন।
আরও পড়ুন-দোলের আগে প্রাক-বসন্ত উৎসবে জনসংযোগে মিশে গেলেন কীর্তি
রবিবার বিকেলে এই ভাগচাষি খবর পান তাঁর গমের জমিতে আগুন লেগে গিয়েছে। জমিতে পৌঁছানোর আগেই পুরো জমির গম পুড়ে যায়। তবে কে বা কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছেন না পার্শ্ববর্তী জমির কৃষকরাও। ধার করে ২৫ কাঠা জমিতে সুকেশ এবার গম চাষ করেছিলেন। সংসারে প্রবল অভাবের মধ্যে আশা ছিল ফসল বিক্রি করে দুটো পয়সা ঘরে তুলবেন। কিন্তু সেই আশা মাটি হয়ে যায় এই ঘটনায়।