তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) একবারে প্রার্থী দিলেও বিজেপির প্রার্থী তালিকা এখনও সম্পূর্ণ করতে পারল না। বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা বিজেপি (BJP) ঘোষণা করলেও চারটি আসনে এখনও প্রার্থী দিতে পারেনি তারা। এর মধ্যেই উল্লেখযোগ্য আসন হল ডায়মন্ডহারবার। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর এখনও প্রতিদ্বন্দ্বী এখনো পাওয়া গেল না।
আরও পড়ুন-মাজদিয়ায় ভাগচাষির খেতের লক্ষাধিক টাকার গম পুড়ল
রবিবার রাতে নয়াদিল্লিতে বিজেপির সদর দফতর থেকে বাংলার ১৯টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হল। আগে ১৯ জনের নাম ঘোষণা করা হয়েছিল। ৩৮টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি থাকল চারটি। তৃণমূল কংগ্রেস যদিও একসঙ্গে ৪২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দেয়। জানা গিয়েছে, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিন ঘণ্টা ধরে কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক হয়। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার নেতৃত্বে পৃথক কোর কমিটির বৈঠক হয়।
আরও পড়ুন-দোলের আগে প্রাক-বসন্ত উৎসবে জনসংযোগে মিশে গেলেন কীর্তি
প্রতিদ্বন্দ্বিতা করার মতো ডায়মন্ডহারবার–সহ আরও তিন কেন্দ্রে প্রার্থী নেই বিজেপির। সেগুলি হল—বীরভূম, আসানসোল এবং ঝাড়গ্রাম। শনিবার বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় এই কেন্দ্রগুলিতে প্রার্থীর নাম নেই। প্রথম দফার প্রার্থী তালিকায় বিজেপি বাংলার ২০টি আসনে নাম ঘোষণা করেছিল। আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী ভোজপুরী গায়ক পবন সিং লড়বেন না বলেই জানান তারপরেই। তখন থেকেই খালি এই আসনে বিজেপি প্রার্থী। শত্রুঘ্ন সিনহা সেখানে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয়বার প্রার্থী হয়েছেন। এখান থেকে তিনি জয়ী সাংসদ। এবার আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় দফার প্রার্থী তালিকাতেও ১৯টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে এখনও বাংলার ডায়মন্ডহারবার, বীরভূম, ঝাড়গ্রাম এবং আসানসোলের প্রার্থী নিয়ে সিদ্ধান্তে আসতে পারলেন না বিজেপি শীর্ষ নেতারা।